আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠালো মরক্কো

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আইত ওয়ালিকে দেশে ডেকে পাঠিয়েছে মরক্কো সরকার। সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কয়েক দিন পরই এমন তলব করা হলো দেশটির পক্ষ থেকে। পার্স ট্যুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মরস্কোর স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সঙ্গে মরক্কোর সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোস্তফা আল মানসুরি দেশে ডেকে পাঠানোর কারণ সম্পর্কে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পরামর্শ করতেই সরকার তাকে ডেকে পাঠিয়েছিল।

মরক্কোর জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে সৌদি টিভি চ্যানেল আল-আরাবিয়ায় একটি প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়া মরক্কো ইয়েমেনে হামলায় আর অংশ নেবে না বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *