আগুয়েরোর হ্যাট্রিকে চেলসিকে উড়িয়ে দিল ম্যানসিটি

লিগ কাপ ফাইনালের ‘মহড়া’ হলো ম্যানসিটির গোল উৎসবে। রবিবার সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আগামী ২৪ ফেব্রুয়ারি লিগ কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

২৫ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

ফ্রি কিক থেকে মার্কোস আলোনসো বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। রহিম স্টারলিংয়ের লক্ষ্যভেদে ৪ মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা।

কয়েক মিনিট পর আগুয়েরো একেবারে গোলমুখের কাছ থেকে শট নিয়েও ব্যর্থ হন। গোলবারের পাশ দিয়ে বল মারেন তিনি। কিন্তু এই আক্ষেপ তিনি কাটিয়ে ওঠেন দ্রুত।

আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে ১৩ মিনিটে তার দুর্দান্ত শট ঠেকাতে পারেননি চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

রস বার্কলের ভুলে তৃতীয় গোল হজম করে চেলসি। ১৯ মিনিটে তিনি বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে আগুয়েরো তার দ্বিতীয় গোল করেন।

২৫ মিনিটে চেলসির জালে চতুর্থবার বল পাঠায় ম্যানসিটি। বক্সের বাইরে থেকে গুন্ডোগানের আচমকা শট আটকানোর সুযোগ পাননি বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক।

বিরতির পর পঞ্চম মিনিটে আগুয়েরোর হেড গোলবারে লাগে। কিন্তু আর্জেন্টাইন তারকা ঠিকই হ্যাটট্রিক আদায় করে নেন। ৫৬ মিনিটে ঠাণ্ডা মাথায় দলের পঞ্চম গোল করেন আগুয়েরো। লিগে এটি ছিল তার ১১তম হ্যাটট্রিক। টুর্নামেন্টে সর্বোচ্চ হ্যাটট্রিকে অ্যালান শিয়ারারের পাশে বসলেন তিনি।

৬৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসকে জায়গা দিয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। রিয়াদ মাহরেজ নামেন কেভিন ডি ব্রুইনের বদলি হয়ে।

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিলেও পেপ গার্দিওলার দলকে আরও একটি গোল এনে দেন স্টারলিং। এটি ছিল এই মৌসুমে সিটিজেনদের ১২০তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ।

এই জয়ে লিভারপুলকে গোলব্যবধানে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ম্যানসিটি। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চেলসি।

দিনের শুরুতে লিস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *