নতুন প্রজন্মকে মানবিক গুণ অর্জন করতে হবে : ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে আরো বেশি করে মানবিক গুণ অর্জন করতে হবে। সমাজসেবার মাধ্যমে নতুন প্রজন্মকে মানব কল্যাণে কাজে লাগাতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।


আজ সকালে চট্টগ্রামে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ও দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘মানবিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য পূর্বকোণ পরিবার নিরলসভাবে কাজ করছে। যারা এ জনপদের পরিবর্তনের কারিগর, তাদের সকলের কাছে পরিচিত করার জন্যই এ আয়োজন।’


অনুষ্ঠানে বক্তব্য দেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার বাদল সৈয়দ প্রমুখ।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের চিন্তা-চেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে না।’ মন্ত্রী বলেন, ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত সুবিধা দেয়া হচ্ছে। সিএসআরের মাধ্যমে সরকার চেষ্টা করছে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে। যারা এ তহবিলে সহায়তা করছে, সরকার তাদেরকে করমুক্ত সুবিধা দিচ্ছে।’
পূর্বকোণ সবসময় ব্যতিক্রমী কাজ করতে চায় উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘যারা এ প্রতিষ্ঠানটি গড়েছেন তারা ভিন্নভাবে চিন্তা-ভাবনা করতে চান।’ মন্ত্রী বলেন, ‘দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা প্রয়াত ইউসুফ চৌধুরী চট্টগ্রামের জন্য যে অবদান রেখেছেন, এ জনপদের মানুষ আজীবন তা স্মরণ রাখবে।’


মানবিক মেলা সম্পূর্ণ একটি নতুন ফরমেট উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে অনেক সংগঠন স্ব-স্ব অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। তাদের কাজগুলো জনসম্মুখে আনার সুযোগ করে দিয়েছে পূর্বকোণ কর্তৃপক্ষ। একই ছাদের নিচে ৫০টি সংগঠনকে একসাথে করেছে তারা।’
বেশকিছুদিন ধরে দৈনিক পূর্বকোণে ‘পরিবর্তনের কারিগর’ শিরোনামে স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে। ওই সংস্থাগুলো নিয়েই মূলত এই মেলার আয়োজন। এতে ৫০টি স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *