সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে আরব আমিরাতে নৌপ্রধান

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য ‘নেভি ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন-২০১৯’ এবং ‘ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স-২০১৯’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। শুক্রবার (১৫-০২-২০১৯) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান NAVDEX-2019 এবং IDEX-2019 উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া, সমরাস্ত্র প্রদর্শনীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদর্শন করবেন।

নৌপ্রধানের উক্ত সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, উক্ত সফরে নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে দেশে ফিরবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *