বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রম’ বিষয় প্রশিক্ষণ

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উদ্যোগে ও আইসিআরসির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।


প্রশিক্ষণে দেশের ৪টি বিভাগের ৩৩টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ৩৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে।


আজ সকালে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, হেড অফ ডেলিগেশন, আইসিআরসি, বাংলাদেশের ইখতিয়ার আসলানোভ।


এ সময় বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার।


প্রধান অতিথি, প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিজেদের মধ্যে ত্যাগী ও সেবার মনোভাব গড়ে তুলে দেশের যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আগামী ২৬ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানায় আরএফএল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *