সিগারেটের আগুনে পুড়লো বিমান ঘাঁটির ৩০০ গাড়ি!

ভারতের বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমান ঘাঁটির কাছে বিমান মহড়ার আগে আবারও দুর্ঘটনা ঘটেছে। সেখানে পার্ক করে রাখা ৩০০টি গাড়ি ভস্মীভূত হয়েছে আগুনে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমান বাহিনীর একটি ঘাঁটির কাছে এয়ারফোর্স স্টেশনের পার্কিং জোনে ৫ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

তবে পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে গত বুধবার থেকে পাঁচদিনের এয়ার শো শুরু হয়েছে ইয়ালাহাঙ্কা বিমানবাহিনীর ঘাঁটিতে। চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিনই মহড়া চলাকালীন বিমান বাহিনীর সূর্যকিরণ দলের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বিমান বাহিনীর উইং কমান্ডার সাহিল গান্ধী।

এরপর আজ সেনাঘাঁটির কাছে ইন্ডিয়ান এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনে আগুন লাগল! যে জায়গায় বিমান মহড়া হওয়ার কথা তার থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের অনুমান, সিগারেট থেকেই আগুন ছড়িয়ে যায়। পার্কিং জোনের শুকনো ঘাসে ওই সিগারেট ছুড়ে ফেলা হয়েছিল। আগুন লাগার ভিডিওতে দেখা গেছে, দাঁড়়িয়ে থাকা একটার পর একটা গাড়ি কীভাবে পুড়ে যাচ্ছে। সব মিলিয়ে মোট ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *