ফেসবুকের অভ্যন্তরীণ কথোপকথন ফাঁস

গোপনীয় বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও কোম্পানির অন্য নির্বাহীদের মধ্যকার অভ্যন্তরীণ কথোপকথন সম্প্রতি একটি ওয়েবভিত্তিক হোস্টিং সার্ভিস প্লাটফর্মে ফাঁস হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

ফাঁস হওয়া কথোপকথন ফেসবুক ও অ্যাপ ডেভেলপার সিক্সফোরথ্রির মধ্যকার একটি মামলা-সম্পর্কিত। ২০১২ সালে মামলাটির বিষয়ে জাকারবার্গ ও কোম্পানির নির্বাহীদের মধ্যে বেশকিছু স্মারক আদান-প্রদান হয়। এসব স্মারকই ৬০ পাতার নথি আকারে গিটহাবে পোস্ট করা হয়েছে। এক্ষেত্রে পোস্টকারী তার নাম-পরিচয় গোপন রেখেছেন।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ‘এসব নথি ফেসবুক ও সিক্সফোরথ্রির মধ্যকার একটি মামলা-সম্পর্কিত। ক্যালিফোর্নিয়ার একটি আদালত নথিগুলো সিল করে রেখেছেন। এ কারণে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *