বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। তাতে যুবাদের বিশ্ব আসরে সেমিফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রীড়াপ্রেমীরা।

অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারতের সেমি নিশ্চিত হওয়ার পর থেকেই জমে ছিল সম্ভাবনা। দেখার ছিল শুক্রবার আফগানিস্তানকে হারাতে পারে কিনা পাকিস্তান। এই ম্যাচে জয়ীর সঙ্গে ৪ ফেব্রুয়ারি ফাইনালের টিকেট পেতে লড়বে ভারত। আফগান যুবারা দাপটে কোয়ার্টারে এলেও খেই হারাল, ১৮৯ রানের লক্ষ্য ছুঁয়ে পাকিস্তানিরা সেরা চারে।

ভারত-পাকিস্তান সেমি হওয়ায় ফাইনালে উপমহাদেশের একটি দল থাকা নিশ্চিত। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিতে যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে বাংলাদেশ, তবে ‘অল এশিয়ান ফাইনাল’ দেখবে সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বেনোনিতে আফগান ব্যাটসম্যানদের শুরুটা টি-টুয়েন্টির মতো আক্রমণাত্মক হলেও ক্রমে থিতিয়ে গেছে পাকিস্তানি বোলারদের দাপটে। ওপেনিং করতে নামা অধিনায়ক ফারহান জাখিলের ৪০ রান বাকিদের ব্যাটে বড় কোনো অবদান আসেনি। দুইশর আগেই অলআউট তারা।

জবাবে ওপেনার মোহাম্মদ হুরাইরার ৬৪ রানে জয়ের ভিত তৈরি হয়ে যায় পাকিস্তানের। মাঝখানে দ্রুত ৩ উইকেট হারালেও জয়ের জন্য খুব একটা বেগ পেতে হয়নি তাদের। নিরুত্তাপ ম্যাচে হুরাইরাকে মানকাডে রানআউট করে খানিকটা আলোচনার জন্ম দিয়েছেন আফগান স্পিনার নূর আহমেদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *