কোপা ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি বার্সা
কোপা দেল রের সেমি-ফাইনালেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অনুষ্ঠিত সেমি-ফাইনালের ড্রয়ে পরস্পরকে পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
কোয়ার্টার ফাইনালের দুই লেগে সেভািয়ার বিপক্ষে ৬-৩ গোলে এগিয়ে থেকে শেষ চারে নাম লিখিয়েছিল বার্সেলোনা। অপরদিকে জিরোনার বিপক্ষে ৭-৩ গোলে এগিয়ে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
কিন্তু সেমি-ফাইনালেই পরস্পর পরস্পরকে পেয়ে যাচ্ছে স্পেনের হেভি ওয়েট ক্লাব দুটি। দুই লেগে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালের টিকিট লাভের চেস্টা করবে ক্লাব দুটি। আগামী মে মাসে সেভিয়ায় অনুষ্টিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
দল দুটির প্রথম ম্যাচটি ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে আগামী বুধবার। ফেব্রুয়ারির শেষভাগে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।
এর অর্থ দাঁড়াচ্ছে এক সপ্তাহেই দুইবার মাদ্রিদ সফরে যাবে বার্সা। কারণ আগামী ২ মার্চ লা লীগার দ্বিতীয় ক্লাসিকোর ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্য সেমিতে ভ্যালেন্সিয়ার মোকাবেলা করবে রিয়াল বেতিস।