শুধু বিরোধিতার জন্য নয়, সংসদে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে জাপা

ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে চায় জাতীয় পার্টি। শুধু বিরোধিতার জন্য নয়, কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে তারা। এজন্য সরকারের সহযোগিতাও চেয়েছে দলটি।

তবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা কিংবা অনুপস্থিতি এই দায়িত্ব পালনে খানিকটা বেকায়দায় ফেললেও সম্মিলিতভাবে সব কিছু মোকাবেলা করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদে প্রধান বিরোধীদল হিসেবে ভূমিকা পালন করবে জাতীয় পার্টি।

তবে এ মুহূর্তে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারিরীক অসুস্থতা নিয়ে খানিকটা উদ্বিগ্ন দলের নেতারা। দলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সংসদে যোগ দেয়া, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়াসহ সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেয়ার কথা জানিয়েছেন তারা।

এবার সংসদে দায়িত্বশীলতার পরিচয় দিতে চায় জাতীয় পার্টি—এ কথা জানিয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শুধু বিরোধিতার খাতিরে সমালোচনা নয়। দুর্নীতি, সন্ত্রাস, যানজট, মাদকসহ নানা বিষয় সংসদে তুলে ধরতে চান তারা।

সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে চায় জাতীয় পার্টি জানান জিএম কাদের।

বিরোধীদলের বক্তব্যকে সরকার যেন গুরুত্ব দেয় এজন্য সহযোগিতাও চেয়েছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *