শাহ জালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারতে স্পিকার

সিলেট, লিগ্যাল ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সিলেটে শাহ জালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেছেন।
মাজার জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধারাসহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের, জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
এর আগে দুপুরে স্পিকার সিলেট পৌঁছান। ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।
স্পিকার প্রথমে হযরত শাহ জালাল (র.) ও পরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন। একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।
স্পিকার আজ রাতে সিলেট থেকে ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *