ভারতে ভেজাল মদ খেয়ে মৃত্যুর সংখ্যা ৯২

ঢাকা, লিগ্যাল ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বিষাক্ত মদ খেয়ে নিহত এক ব্যক্তির লাশ বাড়িতে নিয়ে যাচ্ছেন স্বজনরা।

ভারতের উত্তরাখণ্ড প্রদেশে তৈরি বিষাক্ত মদ খেয়ে দুই প্রদেশে ৯২ জনের জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের। মদ তৈরিকারকদের বিরুদ্ধে এখন যৌথ অভিযান শুরু করেছে উভয় প্রদেশের পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের।

জানা গেছে, মিরাটে ১৮, সাহারানপুরে ৪৬, রুরকিতে ২০ ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে৷ উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার৷ পাশাপাশি চিকিৎসাধীনদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, ওই বিষাক্ত মদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ দুটি রাজ্যেই একই জায়গা থেকে মদ সরবরাহ করা হয়েছিল৷ প্রথম ৫ জনের মৃত্যু হয় শুক্রবার ভোরে৷ সাহারানপুরের উমাহি গ্রামে৷ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে৷ পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জনের অবস্থা এখনও উদ্বেগজনক৷

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *