বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ অভিযান

লিগ্যাল ডেস্ক : ১১৮টি স্থাপনা উচ্ছেদ এবং ৩ একর ভূমি উদ্ধার 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে তৃতীয় পর্যায়ে আজ বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও  কামরাঙ্গীরচরের ব্যাটারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ  এবং প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করেছে। এগুলোর মধ্যে রয়েছে দোতলা ভবন তিনটি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও টংঘর ৪২টি। 
বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে। 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।  আগামীকাল কামরাঙ্গির চরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে  বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *