ইউরোপ সফরে আন্তরিকতা পেয়েছেন পেন্টাগণ প্রধান

ওয়াশিংটন : পেন্টাগণের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান শনিবার বলেন, তিনি ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তর ও জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এসে নিজেকে ‘সাদরে আমন্ত্রিত’ মনে করছেন।


মিউনিখে পৌঁছে তিনি বলেন, ‘আমি ইউরোপের পক্ষ থেকে আন্তরিকতা পেয়ে নিজেকে সাদরে আমন্ত্রিত মনে করছি।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরো বলেন, ‘আমি ভিন্ন কিছু ধারণা করেছিলাম। তারা যে এতোটা সদালাপী তা আমার জানা ছিলনা। আমি তাদেরকে এতো আন্তরিক ভাবিনি।


যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা কওে আসছে।
তিনি আরো বলেন, ‘অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। আমি ওই ধরনের বৈঠক পছন্দ করি।’
তবে শাহানানকে সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন সৈন্যদের প্রত্যাহারের ব্যাপারে আন্তর্জাতিক জোটের মিত্রদের বোঝাতে শুক্রবারের বৈঠকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *