অবশেষে দলে ইমরুল?

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণার পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাব্বির রহমান ও ফর্মহীনতায় থাকা সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্তি এবং টেস্ট ও ওয়ানডে দল থেকে ইমরুল কায়েস বাদ পড়ায় সমালোচনা ঝড় ওঠে। তিন ওয়ানডে ম্যাচ সিরিজে প্রায় সাড়ে তিনশ রান করেও টেস্ট কিংবা ওয়ানডে দলে জায়গা না পাওয়ায় হতাশ হন ইমরুল। কেন দল থেকে বাদ পড়েন, তাও জানানো হয়নি এই ওপেনারকে। ক্ষোভ প্রকাশ করে ইমরুল জানিয়েছিলেন, ১০ বছর ধরে এভাবেই খেলে আসছেন তিনি। তাই দলে জায়গা না পাওয়ায় আফসোস নেই বলেও জানান ইমরুল। তবে দল থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি। কেননা বাদ পড়ার কারণ যদি জানা থাকে, তা হলে নিজেকে আরও ভালো করে তৈরি করে নেওয়া যায় বলে জানান তিনি। অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে ওয়ানডে দলে নেওয়া হয়েছে ইমরুলকে। গতকাল এই ওপেনারকে দলে নেওয়ার বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছেন পাপন। ইমরুলকে দলে অন্তর্ভুক্ত করায় ১৬ সদস্যের ওয়ানডে দল যাবে নিউজিল্যান্ড সফরে। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ইমরুল। ৩ ম্যাচে ৩৪৯ রান (১৪৪, ৯০ ও ১১৫) সংগ্রহ করেছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। পাপন জানান, ইমরুলকে দলে না নেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। তবে ইমরুল টেস্ট দলে ফিরবেন কিনা সেটি নিশ্চিত নয়। ইমরুলকে ওয়ানডে দলে অন্তর্ভুক্তির কথা পাপন নিশ্চিত করলেও গতকাল প্রধান নির্বাচক মিহাজুল আবেদীন নান্নু মুঠোফোনে আমাদের সময়কে জানান, প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে বসে ইমরুলকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *