আজ অস্তিত্বের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটস।

আকাশে উড়ছিল যেন ঢাকা ডায়নামাইটস। মনে হচ্ছিল, সবার আগে এবার বিপিএলের সেরা চার নিশ্চিত করে ফেলবে এই তারকাখচিত দলটি। সেই ঢাকারই এখন কী দুর্ভাগ্য!

টানা ৫ ম্যাচ হেরে ঢাকা এখন খাদের কিনারে দাঁড়িয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে গেছে দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই টানা ৫ পরাজয়ের ফলে এখন ঢাকাকে শেষ ম্যাচ জিততেই হবে সেরা চার খেলতে হলে

ঢাকার এখন ১১ ম্যাচে পয়েন্ট ১০। এখন তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। এই তালিকার ৪ নম্বরে থাকা রাজশাহীর পয়েন্ট ১২ ম্যাচে ১২। আজকে ঢাকার শেষ ম্যাচ খুলনা টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচে ঢাকা হারলে কোনো হিসাব নেই। সরাসরি বাদ পড়বে তারা। সে ক্ষেত্রে সেরা চারে চলে যাবে রাজশাহী। আর আজকের ম্যাচে ঢাকা জিতলে রাজশাহীর সাথে পয়েন্ট সমান হবে।

পয়েন্ট সমান হলে অবশ্য ঢাকা এগিয়ে থাকবে। কারণ, নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের ফল। মুখোমুখি ২ ম্যাচে একবার ঢাকা জিতেছে, একবার রাজশাহী। ফলে এভাবে কোনো দল এগিয়ে থাকছে না। তখন আসবে রানরেটের প্রশ্ন। রানরেটে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে আছে ঢাকা। রাজশাহীর রানরেট -০.৫১৮। অন্যদিকে ঢাকার রানরেট +০.৮৬৪। ফলে আজ খুলনার বিপক্ষে জিতলেই সেরা চারে যাচ্ছে ঢাকা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *